বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরন তৈরী হল। আজ সকালে রাজু বিস্তার সাথে দেখা করতে এলেন বিমল গুরুঙ্গ। আজ সকালে বিমল গুরুঙ্গ এর সাথে দেখা করতে আসেন রাজু বিস্তা।
রাজু বিস্তা প্রনাম করেন বিমল গুরুঙ্গকে। দুজনের মধ্যে ঘন্টাখানেক আলোচনা হয়। বিমল গুরুঙ্গ জানান আমাদের মধ্যে পাহাড়ের রাজনীতি নিয়ে আলোচনা হল। আজকে আমরা বেশ কিছু আলোচনা করলাম। আমি আজকে দিল্লী চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে, ফিরে এসে আবার আমরা আলোচনায় বসব।এই আলোচনা আমাদের ফলপ্রসু হবে বলে মনে করছি বলে জানান বিমল গুরুঙ্গ। আজকের এই আলোচনা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে জানান রাজু বিস্তা। এদিন গুরুঙ্গ এর অনুগামীরাও চলে আসেন রাজু বিস্তার সাথে দেখা করতে। তবে ভবিষ্যতে কি ফলাফল আসে সেটা একমাত্র সময় ই বলে দেবেন বলে মনে করছেন পাহাড়ের রাজনৈতিক বিশেষজ্ঞরা। গুরুঙ্গ কি চাইছেন আপাতত ধোয়াশাই রেখে গেল বলে মনে করছেন তারা।