বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: বলিউডের সর্ব কনিষ্ঠ কোটিপতি কাপুর পরিবারের এই সদস্য। তাঁর বয়স মাত্র দেড় বছর। আর দেড় বছরেই তিনি ২৫০ কোটি টাকার বাড়ির মালিক। বলিউড অভিনেতা রণবীর কাপুরের একরত্তি মেয়ে রাহা কাপুর। তাঁকে ২৫০ কোটি টাকার বাংলো উপহার দিয়েছেন রণবীর।


এর আগে বলিউডের কোনও সেলিব্রিটি সন্তান এতো এল্প বয়সে এই বিপুল সম্পত্তির মালিক হননি। মুম্বইয়ের বান্দ্রায় তৈরি হচ্ছে সেই বিলাস বহুল বাংলো। তার কাজ কতদূর এগোলো তা দেখতে গিয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং নীতু কাপুর। জানা গিয়েছে সেই বাংলোটি রণবীর তাঁর মেয়ের নামে লিখে দিয়েছেন।

মন্নত এবং জলসার থেকেও দামি সেই বাংলো। শাহরুখের মান্নতের থেকেও বেশি দামি। এই বিলাস বহুল বাংলোটি তৈরি করতে রণবীর এবং আলিয়া দুজনেই টাকা ঢেলেেছন। এবং এটি তৈরি হয়ে গেলে মুম্বইয়ের সবচেয়ে দামি তারকা বাংলো হয়ে উঠবে। যেটি শাহরুখ খানের মান্নত এবং অমিতাভ বচ্চনের জলসার থেকেও বেশি দামি হবে।

এমনকী জানা গিয়েছে এই বাংলো ছাড়াও রণবীর আলিয়া ৬০ কোটি টাকা দামের বিলাস বহুল একটি ফ্ল্যাটও তৈরি করছেন মুম্বইয়ের বান্দ্রায়। জানা গিয়েছে রাহার সঙ্গে সেই বাংলোর সহ মালিক নীতু কাপুরও। যদিও নীতু কাপুর নিজে অর্থনৈতিক ভাবে যথেষ্ট স্বনির্ভর। কয়েকদিন আগেই বান্দ্রাতে তিনি ১৫ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। শোনা যাচ্ছে বাংলোটি তৈরি হয়ে গেলে রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর এবং রাহা সকলে একসঙ্গে সেই বাংলোতে থাকবেন। এখন রাহাকে নিয়ে আলিয়া বাস্তুতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *