বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: শুক্রবার রাত থেকেই আকাশের মেঘের ঘনঘটা। শনিবার সকালে সেই মেঘ ছেয়ে গেছে পুরো দক্ষিণবঙ্গ। কোনো কোনো জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ বাড়াতে থাকা তাপমাত্রা একটু কমেছে। আজ সকালে আলিপুর আবহাওয়া অফিস প্রকাশ করেছে তাদের আবহাওয়া বুলেটিন।
গত দুদিন বিকেলের দিকে কাল বৈশাখীর পূর্বাভাস থাকলেও দুয়েকটি বিচ্ছন্ন জায়গা ছাড়া কাল বৈশাখী হয় নি। তবে শনিবার থেকে ফের চলবে বৃষ্টি। এমনই সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবারও ঝড় বৃষ্টির শুরু হবে দক্ষিণে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর পাশাপাশি শনিবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে। এদিন বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়। হাওয়া অফিস সূত্রে আরো জানানো হয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে। ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে। পাশাপাশি কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাই অসময়ে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে আবহাওয়া কমবেশি একই রকম থাকবে। কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।