বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! বিজেপি তরফে এখনও প্রার্থী দেওয়া হয়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন আইএসএফের নৌসাদ সিদ্দিকি। ফলে এবার লড়াই অনেক হাড্ডাহাড্ডি হবে বলে মনে রাজনৈতিকমহলের।
যদিও প্রার্থীর কথা না ভেবে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড (Abhishek Banerjee)। নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় সারছেন বৈঠক।
আর সেই বৈঠক থেকে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে আরও বেশি করে মানুষের (Diamond Harbour Lok Sabha Election 2024) কাছে কর্মীদের পৌঁছানোর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বঞ্চনা এবং বাংলার বকেয়া টাকা না পাওয়া সমস্ত বিষয়কে যাতে ভোটারদের বোঝানো হয় সেই বার্তাও দিয়েছেন তিনি। পাশাপাশি বিরোধী প্রার্থী কে তা না দেখেই এখন থেকেই সমস্ত কর্মীদের ময়দানে নেমে যাওয়ার নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, বৈঠকে তিনি আরও বলেন, গত ১০ কি কাজ হয়েছে ডায়মণ্ডহারবারে (Diamond Harbour Lok Sabha Election 2024) তাও ভোটারদের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি তাঁর কাজও মানুষের সামনে নিয়ে আসার কথাও বৈঠকে কর্মীদের জানিয়েছেন বলে সূত্রের খবর। যা খবর, আগামীকাল শনিবার থেকে ডায়মণ্ড হারবার লোকসভা জুড়ে একাধিক সভা করার কথা আছে অভিষেকের।
অন্যদিকে ডায়মণ্ডহারবারের ভোট (Diamond Harbour Lok Sabha Election 2024) বৈতরনী পার হতে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে বড় দায়িত্ব দিয়েছেন তিনি। শওকত ক্যানিং পুর্বের বিধায়ক। তাঁকে নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। ভোট পরিবর্তী হিংসা থেকে কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে। এমনকি তাঁকে সিবিআই জেরাও করেছে। এবার সেই শওকতের উপরে ভরসা রাখছেন তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বড় দায়িত্ব শওকতের কাঁধেই চাপিয়েছেন তিনি।
দক্ষিণ ২৪ পরগণার রাজনীতিতে বড় প্রভাব রয়েছে ক্যানিং পুর্বের বিধায়কের। আরাবুল নয়, সে জেলায় শেষ কথা নাকি তিনিই। একেবারে মাটি কামড়ে থেকে রাজনীতি করেন। আর তাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Diamond Harbour Lok Sabha Election 2024) সাতগাছিয়া বিধানসভার দায়িত্ব শওকতের উপরেই চাপিয়েছেন অভিষেক। ওই কেন্দ্র থেকে বড় লিড যাতে পাওয়া যায় সেই বার্তাও দেওয়া হয়েছে বলে খবর।