বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: নির্বাচনের ময়দানে এবার রাম! লড়াই করছেন ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈও। বুঝতে পারলেন না তো! গত কয়েকদিন আগেই পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে তাৎপর্যপূর্ণ ভাবে নাম রয়েছে অরুণ গোভিল (Arun Govil) এবং কঙ্গনা রানাওত (Kangana Ranaut)- এর। দুজনেই বলিউডের সুপারস্টার।
রামের ভূমিকায় দীর্ঘদিন অভিনয় করেছেন অরুণ গোভিল (Arun Govil)। তেমনই লক্ষ্মীবাঈ সহ একাধিক চরিত্রে কঙ্গনা রানাওত (Kangana Ranaut)- সমানে অভিনয় করেছেন। এবার এই দুজনই লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপির তরুপের তাস।
উত্তরপ্রদেশের মিরাট লোকসভা আসন (Lok Sabha Election 2024) থেকে অরুণ গোভিলকে (Arun Govil) প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে কঙ্গনা রানাউতকে (Arun Govil) হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন (Lok Sabha Election 2024) থেকে সুযোগ দেওয়া হয়েছে। দু’জনকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বলিউডের দুই অভিনেতার বড় অনুগামী আছে। আর সেই বিষয়টিকেই কাজে লাগানোর চেষ্টা মোদী-শাহের। জানেন কী অরুণ গোভিল (Arun Govil) এবং কঙ্গনা রানাওত (Kangana Ranaut)- এর কাছে কোটি টাকার সম্পত্তি আছে। সম্পত্তির নিরিখে কে বড়লোক জেনে নিন-
একটা সময় দেশজুড়ে বিপুল জনপ্রিয় হন রামনন্দ সাগরের রামায়ণ সিরিয়াল। অনেকেই বলেন, এই সিরিয়াল যখন শুরু হত সেই সময় ফাঁকা হয়ে যেত রাস্তাঘাট। আর সেই সিরিয়ালের প্রধান চরিত্র রামের ভূমিকায় দেখা গিয়েছিল অরুণ গোভিলকে (Arun Govil) । এখনও সেই জনপ্রিয়তাকে ধরে রেখেছেন। পাশাপাশি একাধিক ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। কিন্তু জানেন কী অরুণ গোভিলের কোটি টাকার সম্পত্তি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অরুণ গোভিলের প্রায় ৩৮ কোটি টাকার সম্পদ রয়েছে। এমনকি এখনও বছরে ৪ থেকে ১০ লাখ টাকা রোজগার করেন অভিনেতা। অভিনয় এবং বিজ্ঞাপন অভিনেতার প্রধান আয়ের উৎস।
কঙ্গনা রানাওত (Arun Govil) চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি একটি প্রযোজনা সংস্থাও চালান। সংবাদমাধ্যমের তথ্য বলছে, প্রায় ১২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে অভিনেত্রীর। প্রত্যেক মাসে এক কোটি টাকা পর্যন্ত রোজগার করেন এখনও। বছরে প্রায় ১৫ কোটি টাকা রোজগার রয়েছে অভিনেতার। একটি ছবিতে অভিনয়ের জন্য ১৫ থেকে ১৭ কোটি টাকা ‘পারিশ্রমিক’ হিসাবে নেন। এমনকি বিজ্ঞাপন থেকেও অর্থ উপার্জন করেন কঙ্গনা। একটি বিজ্ঞাপনের জন্য তিনি দুই থেকে চার কোটি টাকা নেন বলেও দাবি সংবাদমাধ্যমের।
এখানেই শেষ নয়, মুম্বইতে কোটি টাকার বাড়িও রয়েছে অভিনেত্রীর (Arun Govil)। যেমন মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়ি রয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা, মুম্বইয়ের পালি হিলে একটি তিনতলা বিল্ডিং রয়েছে। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা এবং হিমাচলের মানালিতেও একটি বাড়ি রয়েছে। যার মূল্য ৩০ কোটি টাকা বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।