বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: ইডির হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে মহুয়া মৈত্র! ‘বিদেশ মুদ্রা লেনদেন’ সংক্রান্ত (forex case) মামলায় আজ বৃহস্পতিবার তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) । সকাল ১১ টার মধ্যে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু সেই তলবে সাড়া দিলেন না কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী (Mahua Moitra) । উলটে নিজের কেন্দ্রেই প্রচারে ব্যস্ত থাকবেন বলে তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিন শিল্পপতি দর্শন হিরানন্দান্দিকেও তলব করেছে ইডি। তাঁর হাজিরা গিয়েও একাধিক প্রশ্ন রয়েছে।
গত কয়েকদিন আগেই কৃষ্ণনগরের বহিস্কৃত সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। দিল্লির বিশেষ টিম কলকাতায় নেত্রীর বাবার ফ্ল্যটে দীর্ঘ তল্লাশি চালান। তল্লাশি চলে কৃষ্ণনগরের একাধিক ঠিকানায়। এমনকি নির্বাচনী কার্যালয়ে ঢুকেও দীর্ঘ তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এই তল্লাশি অভিযান চলে। যদিও দীর্ঘ র্তল্লাশি অভিযানে খালি হাতে ফিরতে হয় তদন্তকারী সংস্থাকে। এরপরেই ‘বিদেশ মুদ্রা লেনদেন’ সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৪৮ ঘণ্টার নোটিশে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়।
যদিও ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তের মুখোমুখি তৃণমূল নেত্রী হবেন কিনা তা নিয়ে ছিল একাধিক প্রশ্ন। এর আগেও এই মামলায় তাঁকে নোটিশ দেয় ইডি। কিন্তু তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হননি। একই ভাবে এদিনও হাজিরা এড়ালেন মহুয়া। ভোট প্রচারে ব্যস্ত থাকবেন বলে তদন্তকারী সংস্থাকে তিনি জানিয়েছেন বলে সূত্রের খবর।
এমনকি লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয় সেই বার্তাও ইডিকে মহুয়া দিয়েছেন বলে খবর। পরে এই বিষয়ে সংবাদমাধ্যমকে মহুয়া মৈত্র বলেন, প্রচারে আজ নিজের কেন্দ্রেই ব্যস্ত থাকব। কালীগঞ্জে এলাকায় প্রচার চলবে বলেও জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, বিতর্কের মধ্যে এবারও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নাম ঘোষণার পর থেকেই এলাকায় মাটি কামড়ে পড়ে রয়েছেন। লাগাতা প্রচার সারছেন। আগামই ৩১ মার্চ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে এজেন্সি নিয়ে কোনও বার্তা তিনি দেন কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, এবার জোর ফাইট হতে চলেছে কৃষ্ণনগরে। মহুয়ার বিপরীতে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়।