বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: বাজেয়াপ্ত টাকা গরীব মানুষেদের ফেরানোর ব্যবস্থা করা হবে। নতুন সরকার গঠন হলেই এই বিষয়ে আইনি দিন খতিয়ে দেখা হবে।
কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রাও’কে (Amrita Roy) এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi)। শুধু তাই নয়, কৃষ্ণনগরের উন্নতিতে প্রথম ১০০দিনে কী কী কাজ করা প্রয়োজন সেই পরিকল্পনাও সেরে রাখার পরামর্শ।
একসঙ্গে মিলে দ্রুত সেই কাজ করবেন বলেও অমৃতা রায়কে বার্তা নরেন্দ্র মোদীর। মঙ্গলবারই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রায় ৯ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেন সন্দেশখালির নির্যাতিতা মহিলার সঙ্গে। এমনকি ‘শক্তি স্বরূপা’ বলে তাঁকে সম্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপরেই আজ বুধবার কৃষ্ণনগরের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রাও’য়ের সঙ্গে কথা বললেন তিনি। প্রচার থেকে শুরু করে দুর্নীতি, একাধিক ইস্যুতে কথা হয়। শুধু তাই নয়, দীর্ঘ ফোনালাপে ভোটের মুখে বড় বার্তাও দেন প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
দুর্নীতি ইস্যুতে কথা বলতে এদিন ‘রাজমাতা’ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রাও’কে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠন করা প্রয়োজন। নতুন প্রজন্মের কথা ভেবে দুর্নীতিমুক্ত ভারত গঠন দরকার। আর সেই লক্ষ্যেই বিজেপি সরকার কাজ করছে বলেও এদিন জানান নরেন্দ্র মোদী। আর তা বলতে গিয়ে তিনি বলেন, বাংলায় ইডি বিভিন্ন দুর্নীতিতে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।
বিপুল এই টাকা গরীব মানুষের। নতুন সরকার গঠনের পরেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আইনি পর্যালোচনা করা হবে বলেও এদিন বড় বার্তা দেন নরেন্দ্র মোদীর। তাঁর কথায়, দেশে দুর্নীতির মূলোৎপাটন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে বলেও এদিন জানিয়েছেন বারাণসীর বিজেপি প্রার্থী।
বলে রাখা প্রয়োজন, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিপরীতে কৃষ্ণনগর রাজ পরিবারের (Krishnanagar Raj parivar) রাজমাতা অমৃতা রায়কে (Amrita Roy) প্রার্থী করেছে বিজেপি। রাজনীতির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের সক্রিয় কোনও যোগ ছিল না।
গত ২০ মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য অমৃতা রায়। তাঁর স্বামী সৌমিশ চন্দ্র রায়। তাঁর হাতেই রয়েছে বর্তমান কৃষ্ণনগর রাজ পরিবারের ক্ষমতা। আর সেই সূত্র ধরেই রানি মা অমৃতা রায়।