মদনমোহন সামন্ত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি ২০২৪ : — শনিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির ডাকে দক্ষিণ কলকাতার যাদবপুর এইট বি বাস টার্মিনাল থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত এক প্রতিবাদী বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন আশুতোষ চ্যাটার্জী, প্রদীপ প্রসাদ, প্রমুখ।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, রাহুল গান্ধীজী’র নেতৃত্বে মনিপুর থেকে মুম্বাই পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের এই বর্ণাঢ্য মিছিল আয়োজন করেছেন তাঁরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ন্যায় এর দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। যারা নানাভাবে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত এই সরকারের আমলে, আমরা তাদের হয়ে তাদের পাশে থেকে ন্যায়বিচার দাবি করছি।”
তিনি প্রশ্ন তোলেন, যাদের চাকরি চুরি হয়ে গেল তারা কবে ন্যায় পাবে ? বাংলায় আন্দোলনরত শিক্ষকপদপ্রার্থীরা চাকরির দাবিতে ন্যায় কবে পাবে? ডি এ’র দাবিতে আন্দোলনকারীরা ন্যায় কবে পাবে? আন্দোলনরত SLST চাকরিপ্রার্থীরা ন্যায় কবে পাবে? গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা ন্যায় কবে পাবে ? বেকারত্বের জ্বালায় জ্বলতে থাকা যুবকরা কবে ন্যায় পাবে? গরীব মানুষের রেশন যারা চুরি করে টাকা রোজগার করেছে বা করছে, তারা কবে শাস্তি পাবে? সন্দেশখালিতে অত্যাচারিতরা কবে ন্যায় পাবে?
ন্যায় বিচার ও দোষীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে সঙ্ঘবদ্ধ মিছিলের ডাক দিয়ে তাঁরা চান মানুষের পাশে থেকে মানুষের হয়ে আওয়াজ তুলতে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হলে তাঁরা পিছিয়ে আসবেন না। মানুষের কথা তাঁরা তুলে ধরবেনই।
মিছিল শেষে গড়িয়াহাট মোড়ে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা মহামিছিল করলাম। কারণ স্পষ্ট, বাংলার মানুষের ন্যায় প্রতিষ্ঠার দরকার। সন্দেশখালিতে যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা হল। চাকরি চুরি হয়েছে, মানুষ কর্মহীন, যুবদের ভবিষ্যৎ অন্ধকার, কেন্দ্রে বিজেপির অপশাসন, তার বিরুদ্ধে মহামিছিল হয়েছে। বিশ্বাস, ফলাফল পাওয়া যাবে। সম্প্রতি ডায়মন্ডহারবারে চাকরিপ্রার্থীদের আন্দোলনে আমরা গিয়েছিলাম। তার পরেই রাজ্য সরকারের বিশেষ দূত গিয়ে চাকরি ঘোষণা করেছেন।