বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রঙের খেলায় মেতে উঠলেন মেয়র গৌতম দেব। নিজের ওয়ার্ড ছাড়াও তিনি রঙ খেললেন উত্তরায়ন এবং নিজের জেতা ওয়ার্ড তেত্রিশ নং এ।
রঙের উৎসবের এই দিনগুলি যেন আমাকে আমার ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আমি আজকে নিজের ছোটবেলাকে উৎসর্গ করলাম। কারন ছোটবেলাতে বাবা মায়ের সাথে সেই দোলের উৎসবের দিনগুলো ভোলা যায় না। আমার মনে পড়লেই মনটা ভালো হয়ে যায়। সত্যি তো ছেলেবেলার সেই দিনগুলি আমাদের কাছে যেন রঙে রাঙিয়ে যাওয়া দিন। এই সব দিনের স্মৃতি সত্যি সত্যি অসাধারন যার কোন তুলনা হয় না। এদিন মেয়র রঙের শুভেচ্ছা এবং শুভকামনা জানান গোটা শিলিগুড়ির মানুষকে। আমি নিজে এতটা আনন্দ পাই এই দিনগুলিতে যে ভোলাবার নয়। মেয়র এদিন রঙ এবং আবির খেললেন গোটা শহর জুড়ে। জানালেন সামনের বছরের বছরের জন্য অপেক্ষায় থাকলাম আবার।