বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ শিলিগুড়িতে রাজবংশী ভাষার লোকেদের নিয়ে এবং তাদের সমস্যা নিয়ে কথা বললেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আজ শিলিগুড়িতে রাজবংশী মানুষের সাথে কথা বলে তাদের কথা তুলে ধরবার প্রতিশ্রুতি দিলেন। বিধায়ক জানান সরকার কথা দিয়েও ঠিকমতো কথা রাখে না।
ওদের দাবী ওদেরকে নিয়ে কোন আলোচনা হয় না। আমাদের মুখ্যমন্ত্রী কোন প্রতিশ্রুতি রাখতে বলেও রাখেন না। তাই ওরা আমাদের কাছে এসেছে আমি ওদেরকে কথা দিয়েছি যতটা পারা যায় ওদের পাশে থাকব। আমাদের পরবর্তী কার্যসূচী কি হবে আমরা একেবারেই জানি না, তবে আমাদের পরবর্তী কার্যসূচীতে ওদের দাবীকে আমরা মাথায় রেখে চলবো। কারন ওদের দাবী অনেক দিন ধরেই দেখা যাক কতটা কি করতে পারি বলে জানান শিলিগুড়ির বিধায়ক।