বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহাবীর স্থানের ফুল বাজার এখন উত্তরবঙ্গের মধ্যে সেরা ফুল বাজার, প্রায় ছশো বিক্রেতা ভোর তিনটে থেকে ফুল বিক্রি করেন এই এলাকায়।
বিক্রিত ফুলের টাকার পরিমান প্রায় আশি থেকে নববই লক্ষ। কেন এত জনপ্রিয় এই বাজার। জানা গেছে বর্তমানে এই বাজারে ফুল কিনতে আসেন গোটা উত্তরবঙ্গের মানুষ। আসেন পাশের শহর জলপাইগুড়ির ফুল বিক্রেতারা। রাত শেষের দিকে তখন এই বাজারে আসলে আপনার মনেই হবে যে আপনি ভোর তিনটের সময় দাড়িয়ে আছেন। এত চিৎকার এবং এত হৈচৈ কোথাও পাবেন না আপনি। এই ফুল আসে বারাসাত থেকে। প্রায় কয়েকশো ট্রাক আসে এই ফুল বাজারে। এই বাজারে ভীড় হয় সবচাইতে বেশী পূজোর সময়। এই বাজারে সবচাইতে বেশী ফুল বিক্রি হয় কি কারনে? জানালেন এক ক্রেতা এখানে যত সস্তায় ফুল পাওয়া যায় ততখানি কম দামে কোথাও পাওয়া যায় না ফুল। বিশেষ করে যাদের বেশী ফুলের প্রয়োজন হয় তাদের পক্ষে এই বাজারই শ্রেষ্ঠ। শিলিগুড়িতে আসলে অনেকেই ছুটে চলে আসেন এই বাজারে ফুল কিনতে এবং ফুলের বাজার দেখতে।