বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালি-কাণ্ডে নয়া মোড়। সিবিআইয়ের জালে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। শনিবার সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য শেখ আলমগীর এড়িয়ে যান বলে খবর। এমনকি বহু অসঙ্গতি সামনে।
আর এরপরেই শেখ আলমগীরকে সিবিআই গ্রেফতার করে বলেজানা গিয়েছে। একই সঙ্গে এদিন সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির উপর হামলার অভিযোগে আরও তিনজনকে এদিন সিবিআই গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ফলে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করল সিবিআই।
গত কয়েকদিন আগেই শেখ শাহজাহানের ‘ডানহাত’ জিয়াউদ্দিন মোল্লা’সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই সন্দেশখালি জুড়ে তল্লাশি চলে। শেখ শাহজাহানের বাড়ি, বাজার সহ একাধিক জায়গায় তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
ভিডিও এবং কল রেকর্ড খতিয়ে দেখে ইতিমধ্যে একাধিক তথ্য পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই চলে তল্লাশি অভিযান। এরপরেই এদিন শেখ আলমগীরকে ফের তলব করে সিবিআই। যদিও এর আগেও তাঁকে তলব করা হলে হাজিরা এড়িয়ে যান।
যদিও এদিন নির্ধারিত সময়েই সিবিআই দফতরে পৌঁছে যান শেখ শাহজাহানের ভাই। ঢোকার সময় সাংবাদিকদেরর মুখোমুখি হয়ে জানান, তদন্তে সবরকম সাহায্য করবেন। যদিও শেষমেষ তা করেননি বলেই খবর। আর সেই কারণেই শেখ আলমগীরকে এদিন সিবিআই আধিকারিকরা গ্রেফতার করেন বলে জানা গিয়েছে। বেশ কিছু প্রমাণের ভিত্তিতেই এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
সম্প্রতি শেখ শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোসলেম শেখের সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা হয়েছে। গাড়িগুলির মূল্য কয়েক লাখ টাকা বলে খবর। তবে একটি গাড়ি শেখ শাহজাহানেরর নামে বলে রেজিস্ট্রেশন রয়েছে বলে খবর। লক্ষ লক্ষ টাকার এই গাড়িগুলি কোথা থেকে কেনা হল সেটা খতিয়ে দেখছে সিবিআই।