বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলা লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ড. নির্মলচন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী পদযাত্রা শুরু করলেন মেয়র গৌতম দেব।আজ সকালে তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সমর নগর, ১ নং ডাবগ্রাম থেকে প্রচার শুরু করলেন।
উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবাশীষ প্রামানিক এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন মেয়র জানালেন আজকে মহাদেবের আর্শীবাদ নিয়ে প্রচার শুরু করে দিলাম। আজ আমাদের প্রচার শুরু হল মানুষের আর্শীবাদ নিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মানুষের কাছে শুধু তাই নয় মানুষের বাড়িতে পৌছে দিয়েছেন পরিসেবা। তাই এবারে মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থনেই রাস্তায় নামবে। বিজেপীর নতুন নতুন নীতি মানুষের কাছে পৌছাবে না।বলে দাবী করেন মেয়র গৌতম দেব। এই অঞ্চলের মানুষেরা বুঝতে পেরে গেছেন বিজেপীকে ভোট দিয়ে কতখানি ভুল করেছেন। তাই এবার কোন ভুল হবে না। কারন মানুষ এখন বাড়িতে থেকেই পরিসেবা পাচ্ছে। সবাই ভালো জিনিসটা বুঝতে পেরেছে। তাই আমাদের অনুরোধ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হাত শক্ত করুন। এদিন মেয়র বাড়িতে বাড়িতে গিয়ে এলাকার বাসিন্দাদের সাথে পরিচয় করেন। জানান এবার তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনতে হবে।