বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসে ফিরলেন বিকাশ সরকার জানালেন নিজের দলেই ফিরলাম। আমি মন থেকে তৃণমূলেই ছিলাম।তাই কাজ করতে কোন অসুবিধা হবে না।
আমার সবকিছু দিয়ে দেবো দলকে জেতানোর জন্য। বিকাশ সরকারের সাথে তার আরো পঞ্চাশ জন কর্মী জেলা সভাপতির হাত থেকে পতাকা তুলে নিলেন। জেলা সভাপতি জানালেন আমাদের দরকার কর্মী। কেউ যদি অভিমান করে আবার দলে ফিরে আসতে চায় আমাদের তরফ থেকে কোন বাধা নেই তার জন্য। এখন সামনেই ভোট তাই সবকিছু ভুলে আমাদের সবাইকে দলের জন্য পরিশ্রম করতে হবে। এদিন পতাকা হাতে নিয়ে বিকাশ সরকার জানালেন আমি দলনেত্রীর নির্দেশ মেনেই কাজ করব। আপাতত সবকিছু ভুলে ময়দানে নেমে পড়ছি জানালেন তিনি।