বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে বিজেপিরই অস্বস্তি বাড়ালেন? আজ খেজুরির জনসভায় শুভেন্দুর বিতর্কিত মন্তব্য সেই জল্পনাই উস্কে দিয়েছে।
শুভেন্দুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। শুভেন্দুর বক্তব্যে নারীদের অসম্মান বলে দাবি টিএমসির। প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মমতাকে যেভাবে নরেন্দ্র মোদী ‘দিদি, ও দিদি’ বলেছিলেন, ভোটবাক্সে তার নেতিবাচক ফল বিজেপি পেয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য মহিলাদের নাপসন্দ হয়েছিল বলে মনে করা হয়। ফলে এখন আর মোদী এসে মমতার নাম করে কিছু বলছেন না।
গতকাল বাড়িতে পড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়। কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়ে। বেশ কিছু শারীরিক পরীক্ষাও হয়েছে। মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মমতার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
‘মমতা দিদি’ বলে অভিহিত করে দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন মমতা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন। যদিও শুভেন্দুর মন্তব্যে তৈরি হলো নয়া বিতর্ক। যা মা-বোনেদের অসম্মান বলেই মনে করছে টিএমসি।
শুভেন্দু আজ খেজুরির জনসভায় বলেন, বাজার খুব খারাপ। মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর ধপধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লো প্রেসার হয়েছে, আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে। নীচ অবধি পড়া শুরু হয়ে যাবে। এরপরই নরেন্দ্র মোদীকে জেতানোর ডাক দেন শুভেন্দু।
রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. শশী পাঁজা বলেন, সকলে যখন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করছেন, তখন শুভেন্দু অধিকারী তাঁর খারাপ চাইছেন। তাঁর কদর্য ভাষণ, কুরুচিকর কথা মানুষ ভালোভাবে নেবেন না। তাঁরা নারীদের, মায়েদের এই অসম্মানকে ধিক্কার জানাচ্ছেন। উনি তাঁর বাবা-মাকেও অসম্মান করলেন।
শশী পাঁজার পাশাপাশি শুভেন্দুর বক্তব্যের নিন্দা করে তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুভেন্দুর এই বক্তব্যের পর মানুষই বিজেপিকে উপযুক্ত জবাব দেবে বলে মনে করছেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষরা। মহিলারাই জবাব দেবেন, এটা গ্যারান্টি, মন্তব্য চন্দ্রিমার।
সায়নী ঘোষ বলেন, শুভেন্দু নিজের মন্তব্য ও কৃতকর্মের ফলে যেখানে ভালোবাসা পেতেন়, সেখানেই গদ্দার হিসেবে প্রতিপন্ন হয়েছেন। তাঁর স্বরূপ প্রকাশ্যে এসেছে। ঈশ্বর না করুন, তাঁর মায়ের কিছু হলে তা নিয়ে মজা করলে তাঁর কেমন লাগবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো দেখিয়ে নিজেকে বড় দেখানো যায় না। ফল কখনও বৃক্ষের চেয়ে বড় হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষ হিসেবে ছায়াদান করেন।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে কালই খেজুরিতে প্রতিবাদ মিছিল করার ভার দিয়েছে তৃণমূল। শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে সভা, মিছিল, স্ট্রিট কর্নার করার সিদ্ধান্ত নিয়েছে টিএমসি। কুণাল বলেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ব্লাড প্রেসার বা অক্সিজেন লেভেল কমে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাথরুমে পড়ে গিয়েছিলেন। পরিচিত অনেকের সঙ্গেই এমন হয়ে থাকে। তা নিয়ে এমন কুরুচিকর মন্তব্য শুভেন্দু বা অধিকারী প্রাইভেট লিমিটেডের পক্ষেই করা সম্ভব।