বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শেষ পর্যন্ত বিজেপিতেই যোগ দিতে চলেছেন অর্জুন সিং। বলা ভাল তিনি বিজেপিতে ফিরছেন। এদিন নিজের বাড়িতে করা সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপিতে যোগদানের সময় অন্য এক প্রভাবশালী নেতাও যোগ দেবেন তাঁর সঙ্গে।
বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন বলেও জানিয়েছেন। ফলে এবারে ব্যারাকপুরে ফের একবার অর্জুন সিং বিজেপির টিকিট পেতে চলেছেন, তা ধরেই নেওয়া যায়।
অর্জুন সিং এদিন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের প্রভূত সম্পত্তি রয়েছে নৈহাটিতও। যার বৃদ্ধিতে সাহায্য করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি আরও বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পরে শেখ শাহজাহানকে শেল্টার দেওয়ার পিছনেও এই পার্থ ভৌমিকই রয়েছেন।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় অর্জুন সিংয়ের থাকা নিয়ে বলেছিলেন, সেখানে বিজেপির সাংসদও ছিল। এব্যাপারে অর্জুন সিং প্রশ্ন করেন, যদি তাঁকে প্রতিশ্রুতি না দেওয়া হয়, তাহলে তিনি সেখানে গেলেন কী করে?
গত রবিবার ১০ মার্চ, তৃণমূলের ব্রিগেডের সভা থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তার পর থেকে ক্ষুব্ধ ছিলেন অর্জুন সিং। তিনি বলেছিলেন, তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের যোগ দেওয়ানো হয়েছিল।
বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনের আগেই অর্জুন সিং দাবি করেছিলেন ব্যারাকপুর থেকে এবারও বিজেপিই জয় পাবে। বুধবারের মতো এদিনও অর্জুন সিং রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি এদিনও বড়মার মন্দির তৈরি করতে গরিব হকারদের বঞ্চনা করা এবং হরিপুর জুটমিল নিয়ে পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। উল্লেখ করা প্রয়োজন তৃণমূলে থাকার সময়েও কোনও সময়েই পার্থ ভৌমিকের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না অর্জুন সিংয়ের।
আগেই অর্জুন সিং বলেছিলেন তিনি ব্যারাকপুর থেকেই ভোটে দাঁড়াবেন। আর কোনও দিন তিনি টিকিট ছাড়া ট্রেনে ওঠেননি বলেও বিজেপির টিকিটেই যে দাঁড়াতে চলেছেন তাঁরও ইঙ্গিত করেছিলেন।
২০১৯-এর লোকসভা নির্বাচনে অর্জুন সিং প্রায় সাড়ে চোদ্দো হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন। অর্জুন সিংয়ের হাত ধরেই ২০১৯-এ ব্যারাকপুরে বিজেপির ভোট বেড়েছিল প্রায় ২১ শতাংশের মতো। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি ভাটপাড়া থেকে জয় পায় বিজেপি। সেক্ষেত্রে এবার জয় পাওয়া অর্জুন সিংয়ের পক্ষে যথেষ্টই চ্যালেঞ্জের বলেই মনে করথে রাজনৈতিক মহল। যদিও এদিন অর্জুন সিং দাবি করেছেন, তাঁর হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেবেন।