বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ থেকে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। আগেই শুরু করেছিল দেওয়াল লিখন,তবে প্রার্থী ঘোষনা হবার পর আজ থেকে শুরু হল তৃণমূল কংগ্রেস এর দেওয়াল লিখন।
জেলা সভাপতি জানান প্রার্থী গোপাল লামা আমাদের পাহাড়ের ভুমিপুত্র তাই আমরা আশাবাদী এবার আমরা জয়ী হব। এদিন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে শুরু করেন দেওয়াল লিখন। জানালেন আমাদের মুখ্যমন্ত্রী অনেক চিন্তা করেই প্রার্থী নির্বাচন করেছেন। তাই আমাদের সবকিছু ভুলে গিয়ে আমাদের প্রার্থীর জন্য ঝাপিয়ে পড়তে হবে। আমি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। তাই আমি নিজে চেষ্টা করব আমাদের মুখ্যমন্ত্রীকে এই জেলার সিটটা জিতে উপহার দেওয়ার। কারন আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য ঝাপিয়ে পড়ছেন কাজে। তাদের জন্য চিন্তা করেই লক্ষীর ভান্ডার একহাজার টাকা করেছেন। সারা ভারতে এইরকম মুখ্যমন্ত্রী নেই যিনি সাধারন মানুষের জন্য চিন্তা করেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। আমাদের কর্মীদের কাছে আমার অনুরোধ আমরা সবাই মিলে আসুন দলকে জিতিয়ে নিয়ে আসি। কারন যদি দল জেতে তবেই আমাদের অবস্থন আরো ভালো হবে। নির্বাচনের আর বেশী দেরী নেই তাই আমরা সবাই মিলে একটা চেষ্টা করি এই বিজেপীকে দেশছাড়া করবার। আর তারজন্য আমাদের এই দার্জিলিং জেলা জয় হবে একটা সামান্য ছোট উপহার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।