বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফুল বদলের পথে পা বাড়িয়েছেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেস তার গলা কেটেছে। তাঁকে বেইজ্জত করেছে। প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। লোকসভা ভোটের টিকিট না পেয়ে কার্যত দিশেহারা অবস্থা অর্জুনের।
গতকাল ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থা পার্থ ভৌমিকের সঙ্গে চা খাওয়ার কথা বলেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদল করে পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ জািনয়ে ফেলেছেন তিিন। এবং ব্যারাকপুরের ময়দান যে তিনি কোনও ভাবেই ছা়ড়বেন না তার ইঙ্গিত দিয়ে বলেছেন এবার পার্থ বনাম অর্জুন লড়াই হবে। তবে বিজেপির টিকিটে না কি নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়বেন অর্জুন তা স্পষ্ট করেননি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অর্জুন বিজেপিতেই ফিরে যাবেন। যদিও কোনও বিজেপি নেতাই এখনও পর্যন্ত তাঁকে ফোন করেনি বলেও প্রকাশ্যেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিজের অফিস থেকে সরিয়ে ফেলেছেন তিনি। সাজানো হচ্ছে রামলালার ছবি। তবে বিজেপি নেতৃত্বকি ফিরিয়ে নেবে অর্জুনকে এটা একটা বড় প্রশ্ন। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন অর্জুনকে কোনও দিনই আপন করে নেয়নি তৃণমূল। অর্জুনও তৃণমূলে যাওয়ার পর কোনও বিজেপি নেতা বা কর্মীকে আঘাত করেননি।
এদিকে অর্জুন সিং ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। তিনি বলেছেন পার্থ ভার্সেস অর্জুন লড়াই হবে। তারপরেই জল্পনার পারদ চড়েছে। তাহলে কি বিজেপির টিকিটে পার্থী হবেন অর্জুন না কি নির্দল হেসেবেই ব্যারাকপুরে দাঁড়াবেন তিনি। তবে তিিন যে পার্থ ভৌমিককে ময়দান ছাড়বেন না সে ইঙ্গিত দিয়েছেন।
এদিকে পার্থ ভৌমিক জানিয়েছেন অর্জুন সিংকে নিয়ে তাঁর বিশেষ কোনও মন্তব্য নেই। দল যাকে ভাল মনে করেছে টিকিট দিেয়ছ। অর্জুন সিং তাঁকে আমন্ত্রণ জনিয়েছিলেন তিনি চা খেতে যাবেন তাঁর বাড়িতে। তবে বারবার দলবদল করলে যে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় সেটা অর্জুন সিং নিজেও জানেন বলে মন্তব্য করেছেন পার্থ ভৌমিক। আজ নৈহাটিতে বড়মায়ের কাছে পুজো দিয়ে তিনি অর্জুন সিংয়ের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে প্রকাশ্যেই তৃণমূল কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে নিশানা করতে শুরু করে দিয়েছেন অর্জুন সিং। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস তাঁকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেকারণেই তাঁকে টিকিট দেব বলেও দল টিকিট দেয়নি বলে অভিযোগ করেছেন অর্জুন সিং।