বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবেন আগেই বলেছিলেন।এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীন হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন।এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন।আজ ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবির হয়।

 

সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানি অপারেশন জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন।পাশাপাশি তার সাংসদ এলাকার সাতটি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান।অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে।

 

দিলীপ ঘোষকে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন,আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি।উনি আনন্দে থাকুন ভালো থাকুন।জন্মদিনেও দিলীপ দা কে শুভেচ্ছা জানাই।
দিলীপ ঘোষের প্রেমের শুরু হয়েছিল ইকো পার্ক থেকে।সেই প্রসঙ্গে বলেন,ইকোপার্ক সবার জন্য।দিদি তৈরী করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে,বসতে পারছে,খাওয়া দাওয়া করতে পারছেন আনন্দ করতে পারছেন,প্রেমপর্বের সূচনাও হচ্ছে।সব জায়গায় দিদি আছে।সর্ব জায়গায় দিদি সূত্র পাত করেন আরকি।
দেবাংশু ভট্টাচার্য এখনো অবিবাহিত এ প্রসঙ্গে বলেন,কেউ না কেউ আছে কোথাও না কোথাও ঠিক সময় হলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *