বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুলিশ সূত্রে জানা যায় মগরা থানার অধীনে চক বাঁশবেড়িয়া চুরি মহল্লা এলাকায় রাতে দুই শালা ও ভগ্নিপতির সাথে কথা কাটাকাটি হয় বেশ কিছুক্ষণ পরে দুই শালা এসে ভগ্নিপতি কে ছুরি দিয়ে আঘাত করে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতাল নিয়ে গেলে কর্মরত চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে আসেন হুগলি জেলা গ্রামীন পুলিশের ডি এস পি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র ,সি আই সৌমেন বিশ্বাস,মগরা থানার ও সি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা। তবে কি বিষয়ে খুন হয়েছে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন।
তবে পরিবারের অভিযোগ দুই শালাই মেরেছে এমনটাই অভিযোগ। ভগ্নিপতি আক্রম আলম বয়স কুড়ি বছর, ২ শালা রোহিত মন্ডল ও গুড্ডু মন্ডল পাশের এলাকাতেই বাড়ি এই ঘটনার পর এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযুক্ত দুই শালাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে।