বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ।বাড়ির দুই গৃহকর্ত্রী গিয়েছিলেন কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পূজা দিতে,এসে দেখেন ঘর লণ্ডভণ্ড তিন তলার বাড়ির সব ঘরের আলমারি খোলা,বাড়ির একতলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা এরপর সম্পূর্ণ বাড়ি লণ্ডভণ্ড করে,খাট এর ডিভান খুলে যেখানে যেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

 

এরপর বাড়ির গৃহ কর্তারা যখন বাড়ি এসে দরজা খুলতে যায়,দেখে ভিতর থেকে বন্ধ,এরপর বাড়ির পিছন দিয়ে এসে গৃহকর্তা দেখেন একতলার ঘরের রান্নাঘরের দরজা খোলা।বাড়ির একজন দীর্ঘ এক মাস ধরে হাসপাতালে ভর্তি থাকায় বাড়িতে নগদ টাকা ছিল,সেই সব নগদ টাকা ,সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ পরিবারের।এরপর উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে বাড়িতে এসে সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।এই গোটা ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা,কারণ তারা সন্তান নিয়ে থাকেন ,এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে,অপরাধীরা ধরা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *