বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার বিকালে হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা সরিফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার আগেই হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের ও জাঙ্গিপাড়া,হরিপাল থানার পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্ধিকি বলেন কিছুদিন আগে রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী এসেছিলেন ওনার থেকে আমরা কোন আশা বাদী নয়। কেন যে উনি 6 মাস বা এক বছরে দু-একবার আমাদের এখানে আসেন তার থেকে বেশি আশা করা যায় না।
আগামী সোমবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতিহার পার্টিতে সম্মিলিত হতে আসছেন ,আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সব দিকেই উন্নয়ন হচ্ছে। আমরা বেশি দাবি উনার কাছে করব না, আমাদের এখানে একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। তালমিয়া ক্যাম্পাস মুখ্যমন্ত্রীকে এটা নিয়েই আমরা অনুরোধ করব, এই ইউনিভার্সিটি নাম পীর আলবাকাস সিদ্দিকী রহমাতুল্লাহ স্মরণে যেন তার নামকরণ হয়।