বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে লাটাগুড়িতে টিকা দিতে এসে এক শিশুর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ালো লাটাগুড়িতে। লাটাগুড়ি এক স্থানীয় হাসপাতালে শিশুকে টিকা দিতে এসেছিলেন ওই শিশুর বাবা এবং মা।
টিকা দেওয়ার কিছুক্ষণ পরে ওই শিশুটি অসুস্থ বোধ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে তার বাবা তাকে দৌড়ে হাসপাতালে নিয়ে যান, ইমার্জেন্সিতে নিয়ে গেলে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়, শিশুটির বাবা এবং মায়ের অভিযোগ টিকা দেওয়ার পরে বারবার জিজ্ঞাসা করলেও কোন সদ উত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আগের বাবা-মা আরো অভিযোগ করেন বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কোন উত্তর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের সন্দেহ তাদের বাচ্চাকে ভুল ইনজেকশন দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবী শিশুকে আগের থেকে অসুস্থ ছিল। ইনজেকশনের জোর হয়ত সহ্য করতে পারেনি। তাই এই ঘটনা ঘটে গেছে। যদিও এই ঘটনা জানা জানি হয়ে যাওয়ার পরে প্রবল বিক্ষোভের মুখে করতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ক্ষোভে ফেটে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা জানান আর্থিক সঙ্গতি না থাকার কারণে আমরা হাসপাতালে আসি, আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নষ্ট হয়ে যায় সবকিছু। এর একটা বিহিত হওয়া দরকার, এটা চলতে পারে না।