বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বড় ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের। এক ধাক্কায় ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমালো মোদী সরকার। আজ আন্তজাতিক নারী দিবস।
ভারত সহ গোটা বিশ্বেই এই দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। এমন একটা দিনে দেশের মহিলাদের জন্য এই উপহার বলে টুইট নরেন্দ্র মোদীর।
এই ঘোষণায় এক ধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। ফলে কয়েক লাখ মানুষ এতে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি আরও এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের মাধ্যমে ৩০০ টাকা করে ভর্তুকি পান গ্রাহকরা।
আর তা আরও একবছর পাবেন বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আর এরপরেই গৃহস্থ্যের ঘরে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
সামনেই লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহের শেষের দিকেই সম্ভবত দেশে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এবারের ভোটে ৪০০ পারের টার্গেট নিয়েছে মোদী সরকার। কিন্তু একাধিক ইস্যুর পাশাপাশি মূল্যবৃদ্ধি বড় চ্যালেঞ্জ দিল্লির মোদী সরকারের কাছে। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া।
এমনকি রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা। আর এই বিষয়টিকে নিয়ে বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই অবস্থায় রান্নার গ্যাসের দাম কমানো বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তাও আবার মহিলা দিবসের দিনেই ১০০ টাকা গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
তিনি লিখছেন, আন্তর্জাতিক নারী দিবসে বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গোটা দেশে লক্ষ লক্ষ পরিবারের উপর আর্থিক বোঝা কমাবে। বিশেষ করে দেশের নারী শক্তি উপকৃত হবে। মহিলাদের ক্ষমতায়ন এবং জীবনযাত্রা আরও সহজ হবে বলেও টুইট প্রধানমন্ত্রী।
শুধু তাই নয়, রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলেও টুইটে উল্লেখ নরেন্দ্র মোদীর। বলে রাখা প্রয়োজন, মার্চ মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ে। এক ধাক্কায় প্রায় ২৪ টাকা দাম বৃদ্ধি হয় ১৯ কেজি গ্যাসের। ফলে ১৯ কেজির রান্নার গ্যাস কিনতে ১৯১১ টাকা খরচ করতে হচ্ছে। যদিও সাধারণ ১৪ কেজির দামে কোনও পরিবর্তন হয়নি।