বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নার্সকে অসম্মান।অনডিউটি চিকিৎসকের বিরুদ্ধে সরব হলেন নার্সদের একাংশ।

জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারির ঘটনা।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রসূতি বিভাগে এক প্রসূতির সমস্যা নিয়ে চিকিৎসককে কল বুক দিয়েছিলেন কর্তব্যরত নার্স।সেই কল বুকে চিকিৎসকের সঙ্গে নার্সের মত বিনিময় হয়।এরপর অন ডিউটি চিকিৎসকের তরফে সেই কল বুকে নার্সকে ইডিয়ট লিখে পাঠানো হয়।বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ হন নার্সরা।এর বিরুদ্ধে সরব হন তারা।

আজ ফের একবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকের কাছে যান নার্সরা।কে এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তের দাবী জানান তারা।

সমস্ত ঘটনা শোনার পর তদন্তের আশ্বাস দিয়েছেন সুপার সঞ্জয় মল্লিক। এদিকে অন্যান্য নার্সেরা জানিয়েছেন , যদি তাদের বিষয়টি চিন্তা করে না দেখে কর্তৃপক্ষ তবে তারা কাজে আসবেন কিনা , চিন্তা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *