বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চারটি জেনারেটর চুরি হওয়াকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে সিকিউরিটি এসে দেখে জেনারেটরের জায়গাতেই ফাঁকা।
কিভাবে কি হলো বুঝতে না পেরে সে খবর দেয়, তেলিয়াম কমিটির সদস্যদের। তারা ছুটে এসে দেখেন এবং চারিদিকে ঘুরিয়ে দেখেন চারটি জেনারেটর নেই। যার দাম আনুমানিক ছয় লক্ষ টাকা। জেনারেটর নিয়ে এই নিয়ে দ্বিতীয় বাচাঞ্চল্য ছড়া নয় ক্ষুব্ধ অনেকেই। জানা গেছে জেনারেটর লাগে রাতের বেলায়। স্টেডিয়াম সংলগ্ন এলাকাতে কাজ হচ্ছে গত তিন মাস ধরে, রাতের বেলা জেনারেটরের প্রয়োজন
সেই কারণে চুরি হয়ে যাওয়ায় প্রেষণ একটাই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ সহজে স্টেডিয়াম কমিটির লোকজন। তারা জানিয়েছেন রাত্রিবেলা জেনারেটরের সাহায্য দরকার। সেই কারণে চুরি হয়ে যাওয়ার পরে এই অবস্থা হয়ে গেল। জানা গেছে চোরেরা ঘুর পাক খাচ্ছিল কয়েকদিন ধরে। অবশ্য যে সুযোগ বুঝে গতকাল তারা নিয়ে যায় জেনারেটর।