বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস।

 

এই উপলক্ষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শহরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এও বলেছেন ভারতবাসী আমাদের গর্ব। আমরা ভারতবাসী, ভারতের মাটি আমাদের মায়ের মত। আজকে ভারতবর্ষের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে নিজেকে গর্বিত বলে মনে করছি বলে জানালেন মেয়র গৌতম দেব। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এদিন জেলা অফিসে গিয়ে দেশের পতাকা উত্তোলন করলে ন। সাথে ছিলেন জেলা অফিসের তৃণমূল কংগ্রেস কমিটির অন্যান্য সদস্য এবং সমর্থ্যক। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড এর বিভিন্ন জায়গা জুড়ে এদিন ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। শিলিগুড়ি হাসপাতাল, এবং মেডিকেল কলেজেও সেদিন সকালে পতাকা উত্তোলন করা হয়। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পতাকা উত্তোলন করলেন রেলওয়ে স্টেশন ডিরেক্টর। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিন কোটা শহর শিলিগুড়ি জুড়েই ছিল উৎসবের মেজাজ, বিভিন্ন জায়গায় রক্তদান শিবির এবং দ্রুততার মধ্যে গরম জামা কাপড় এবং ফল দানের খবরও এদিন পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *