বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নিজের বিধায়ক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
আজ ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে আজকে সারা দেশের সাথে শিলিগুড়িতেও জাতীয় পতাকা তোলা হয় বিভিন্ন রাজনৈতিক এবং সরকারি দপ্তরে। সেদিন বিধায়ক শংকর ঘোষ জানালেন আজকে ভারতবর্ষের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। বর্তমানে ভারত পৃথিবীতে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে পরিণত হয়েছে। আগামী দিনে আরও এগিয়ে যাব আমরা, এই দাবি আছে আমাদের। ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ দেশে প্রজাতন্ত্র দিবস পালন করা প্রচন্ডভাবেই গর্বের ব্যাপার। আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আরো জানালেন আমাদের কাছে আমাদের দেশের সম্মান এবং অস্তিত্ব সবচাইতে বড়। তাই প্রত্যেক ভারতবাসীর উচিত এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা।