বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মেয়রের ” টক টু মেয়র ” আজ ১০০ তম পর্বে পা দিল। মেয়র নিজে জানাচ্ছেন তার এই ১০০ তম পর্বের বিভিন্ন মুহূর্তের কথা। প্রথম থেকে শুরু করে শিলিগুড়ির মানুষ যে তার এই ” টক টু মেয়র ” কে এই জায়গায় এসে দাঁড় করিয়েছেন তার কৃতজ্ঞতা জানাতে ভুললেন না মেয়র।

 

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমরা চলেছি, একজন মেয়র হিসাবে আমি যতটুকু কর্তব্য সেটা পালন করবার চেষ্টা করেছি। ৮ থেকে ৮০ সব ধরনের ফোনই আমার কাছে এসেছে। আমি সবার সাথে কথা বলতে চেষ্টা করেছি সহজ ভাবে, সব সমস্যার সমাধান তো একবারে হয় না বা করাও যায় না, তবুও আমি চেষ্টা করেছি একজন মেয়র হিসেবে যতটুকু দায়িত্ব এবং কর্তব্য পালন করা যায়। মানুষ যে আমার এই অনুষ্ঠানকে বুকে আগলে এবং বুকে পেতে নিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তাই আমি চিন্তা করছি চেষ্টা করছি, কিভাবে এই অনুষ্ঠানকে আরো জনপ্রিয় করে তুলে মানুষের সামনে পৌঁছে দেওয়া যায়। আমার নিজের মতামত এতোটুকুই। আমি সব সময় চেষ্টা করি মানুষের সমস্যার কথা শুনতে এবং তার সমাধান করতে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সমস্যার কথা আমি শুনেছি এবং সেই স্থানে পৌঁছেও গেছি। চেষ্টা করছি তার সমাধান ঘটানোর। আজকের ১০০ তম পর্বে এসে আমার এই প্রচেষ্টা আমার কাছে একটা নতুন সাফল্যের অধ্যায় হিসেবে থাকবে বলে জানালেন মেয়র। মেয়র আরো জানালেন , আমি কৃতজ্ঞ আমার সহকর্মীদের কাছে যাদের নিরলস প্রচেষ্টা আমার এই টকটু মেয়র কে সাফল্যের দরজায় এনে দিয়েছে। আমি চেষ্টা করছি এগিয়ে যেতে, ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমি হয়তো আরও এগিয়ে যাব, জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *