বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে অভিনব চুরি, বাড়ি ফাঁকা পেয়ে সেই বাড়ি থেকে সমস্ত কিছু চুরি করে, যখন চোরেরা বুঝতে পারল বাড়ির সবাই বাইরে গেছে। তারপরে তারা ফাঁকা বাড়িতে চুরি করলো, এরপরে সারারাত ধরে খাওয়া দাওয়া করে ভোরবেলা পালিয়ে গেল।
বাড়ির লোক ফিরে এসে দেখলেন সবকিছু ফাঁকা, এমনকি রান্না করা খাবারের ও কোন চিহ্ন নেই। সব মিলিয়ে কয়েক হাজার টাকা এবং সোনার গয়না গাটি ছাড়াও রান্না করা সামগ্রী নিয়ে পালিয়েছে চোর। গৃহকর্তা বাড়ি এসে এই ঘটনা দেখেই চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকতে শুরু করলেন। সবাই এসে একই ঘটনা দেখতে পেল, কিভাবে এই ঘটনা ঘটলো এটা নিয়ে অবাক-প্রতিবেশীরা। বাড়ির পরিচারিকাদের জিজ্ঞাসা বাদ করছে। তবে অনেকেই মনে করছেন বেশ কয়েকদিন ধরেই পাড়ায় অচেনা ছেলেদের নেশা এবং হাতটা বেড়েই চলেছিল। করা সত্ত্বেও তাদের অভিযোগে কান দেওয়া হয়নি।