বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্যালাইনের আতঙ্ক এবার শিলিগুড়িতে ও এসে পৌঁছালো। আতঙ্ক ছাড়ালো রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্য। অনেকেই জানিয়েছেন, আর্থিক অনটনের কারণে প্রিয়জনকে ঠিকভাবে চিকিৎসা করাতে না পেরেই তারা, হাসপাতাল এবং মেডিকেল কলেজে ভর্তি করান।
কিন্তু সেখানেও যদি স্যালাইন নিয়ে এই ধরনের আতংক তৈরি হয়, তবে তারা যাবেন কোথায়? কিভাবে হবে তাদের চিকিৎসা? স্যালাইন এর মধ্যেই যদি বিষ থাকে, তবে ভয়াবহ এবং ভয়ংকর ঘটনায় এটা। এটা যদি বেড়ে যায়, তবে একদিন সেটা ভয়াবহ আকার নেবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোম গুলির বিরুদ্ধে অভিযোগ প্রচুর। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন মানুষ, এরপর রোজ সংবাদপত্রে স্যালাইন নিয়ে খবর বের হচ্ছে, তাতে একপ্রকার আতঙ্কিত হয়ে পড়ছেন সব ধরনের মানুষই। বিশেষ করে যারা খুব একটা শক্তিশালী নন আর্থিক দিক দিয়ে। শিলিগুড়ি বিভিন্ন নার্সিং হোমে বিরুদ্ধে, বিস্তর অভিযোগ জমা পড়ছে বহুদিন ধরেই। এরপর স্যালাইন নিয়ে যদি সত্যি কোন ঘটনা ঘটে তবে যে সেটা ভয়াবহ আকার নেবে, এই বিষয়ে কোন সন্দেহ নেই। এখন সবচাইতে বড় কথা সেটা দেখবে কে? শিলিগুড়ি এমন একটা শহর যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসবাস করেন, চিকিৎসাও করাতে আসেন, সেখানে এই ধরনের কোন ঘটনা যদি ঘটে, তবে সাধারণ মানুষ যাবেন কোথায়? আপাতত এটাই বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি সব ধরনের মানুষের কাছেই।