বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবারে দার্জিলিং, এবং নেপালের সাথে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের সমতলে তৈরি হচ্ছে চা পাতা। বিশেষ করে মাদারিহাট এবং ডুয়ার্স অঞ্চলে ভালো চা পাতা তৈরি হচ্ছে। চা শ্রমিকেরা নতুন করে উৎসাহ পাচ্ছেন এই চা পাতা উৎপন্ন হওয়ার কারণে।

 

 

ডুয়ার্সে বরাবরই ভালো চা পাতা পাওয়া যায়, ভালো চা পাতা পাওয়া যায় শুকনাকেও। তবে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের সমতলে চা পাতার ব্যবসা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, আশায় ছেড়ে দিয়েছিলেন চা শ্রমিকেরা। বর্তমানে উত্তরবঙ্গের সমতলে আবার নতুন করে চা গাছ লাগানো হচ্ছে। উৎপাদিত হচ্ছে চা পাতা, যেটা উৎপন্ন হচ্ছে সেটাও খারাপ না। চা পাতা আশায় খুশী চা শ্রমিকেরা। অনেকেই ভাবছেন কিভাবে এটা সম্ভব? জানা গেছে অনেকেই পাহাড়ে থেকে চায় চাষ করতে পছন্দ করেন না, সমতলে করতেই পছন্দ করে। তবে যে কোন কারনেই হোক তৈরি হচ্ছিল না, চা পাতা ভাই অবসাদে ভুগছিলেন চা শ্রমিকেরা। তবে নতুন করে চা পাতা উৎপাদিত হওয়ার কারণে খুশি এখন চা শ্রমিকেরাও। অনেকেই জানিয়েছেন এর ফলে নতুন করে উত্তরবঙ্গের, বিশেষ করে সমতলে যারা চা চাষ করেন তাদের সুবিধা হবে। তবে পাহাড়ের সাথে পাল্লা দিতে হবে তো? এটা নিয়ে কিছুটা চিন্তায় আছেন সমতলের চা শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *