বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গ্রেফতার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ধৃতরা হল মহঃ ইমরান,মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ।ইমরান টিএইচজি ছিলো।তার বাড়ি চাঁপদানী।মোহন সাউ এর বাড়ি বৈদ্যবাটি।এবং বিশ্বজিৎ এর বাড়ি তারকেশ্বরে।

 

 

চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরী করে দিত।একই আধার নম্বর দিয়ে বার বার পাসপোর্টের জন্য আবেদন করা হয়।সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে।তিনজনকে গ্রেফতার করে।
আজ ধৃত তিনজনকে চন্দননগর আদালতে পেশ করা হয়।
তাদের পুলিশ হেফাজত নেওয়া হবে।এই চক্রে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
23/11/24 সুয়োমটো কেস করে ভদ্রেশ্বর থানার পুলিশ
দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুনি দ্বীপ থেকে মোহন সাউ কে গ্রেফতার করা হয়।
তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ এবং চাঁপদানী মহঃ ইমরানকে গ্রেফতার করে।
অভিযুক্তদের চন্দননগর মহকুমা আদালতে তুললে বিচারক ১০ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *