বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডে, ওয়ার্ড উৎসবের মধ্য সবথেকে আকর্ষণীয় হয়ে থাকল বয়স্কদের সম্বর্ধনা অনুষ্ঠান। কাউন্সিলর মিলি সিনহার উদ্যোগে , বয়স্কদের সম্মান দেওয়া হলো।
ওয়ার্ডের যে সমস্ত বয়স্ক নাগরিক আছেন তাদের বাড়িতে গিয়ে তাদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়। যারা তুলে দিলেন, তাদের তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় ওই ওয়ার্ডের এই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তনিমা ঘোষের নাম। ব্যক্তিগতভাবে নিজেও চাকুরীজীবী তনিমা সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়াতে এবং থাকতে পছন্দ করেন। তিনি নিজে জানালেন আমি বয়স্কদের বাড়িতে গিয়ে তাদের হাতে মোমেন্টও তুলে দিতে পেরে নিজেকেই ধন্য বলে মনে করছি। কারণ যারা বয়স্ক মানুষ আছেন, তারা জীবনে অনেক অনেক কিছু দেখেছেন, জেনেছেন আজকে আমরা তাদের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে কত কিছু শিখছি, তাদের কাছ থেকে অমূল্য পরামর্শ পাচ্ছি। এটা পাওয়ার জন্য ভাগ্যবান হতে হয়, আমি খুব ভাগ্যবান যে আমি বয়স্কদের আশীর্বাদ পেলাম। আমি গর্ববোধ করছি এই ভেবে নেওয়ার যোগ্য বলে মনে করা হলো। কাউন্সিলার মিলি সিনহার উদ্যোগে এই অনুষ্ঠান যথেষ্ট প্রশংসিত হয়েছে ওয়ার্ডের মধ্যে। বিশেষ করে সাধারণ মানুষ মনে করছেন, এই অভিনব উদ্যোগ ওয়ার্ড উৎসব কে আরো এগিয়ে নিয়ে যাবে।