বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই গোটা সিকিম জুড়ে শুরু হল ব্যাপকতুষারপাত। বিশেষ করে উত্তর সিকিমে গোটা শহর জুড়ে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত। বিশেষ করে লাচেন শহরের চারিদিকে ঘিরে রয়েছে বড় ফ। গোটা সিকিম জুড়ে একই অবস্থা।
ঠান্ডায় সিকিমের তাপমাত্রা প্রতিদিনই কমে চলেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো নিচে নেমে যাবে বলে খবর পাওয়া গেছে। প্রবল ঠান্ডায় পর্যটক প্রায় তিনগুণ বেড়ে গেছে সিকিম এ। ঠান্ডায় বাড়বে পর্যটক, এই আশায় হোটেল ব্যবসায়ীরা আরো ঘর খুলে দিয়েছেন। উত্তর সিকিমের বিভিন্ন এলাকা জুড়ে বরফ পড়ছে ঘন্টার পর ঘন্টা জুড়ে। তার সাথে সাথে ঠান্ডা এবং অন্ধকার। লাচেন শহরের গাড়ি চলাচল আপাতত আপাতত বন্ধ। চলছে না ছোট গাড়ি ও। পর্যটকদের সন্ধ্যার পর ঘরের থেকে বাইরে বের হতে নিষেধ করছে সিকিম সরকার। ঠান্ডায় তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় ঠান্ডায় অনেকেই বাইরে বের হতে সাহস করছেন না। তবে সিকিমের তুষার পাতে পর্যটক আরো আকৃষ্ট হবে বলে মনে করছে পর্যটন বিশেষজ্ঞরা