বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত আবার অনেকটাই কমে গেছে। এ বছর শীত অনেকটাই ভেলকি দেখাচ্ছে। কখনো আছে তো কখনো নেই।
শনিবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। সবমিলিয়ে উইকেন্ডে চড়বে পারদ। কাল শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন হবে না। তবে উইকেন্ডে আবহাওয়ার বদল ঘটবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা। অর্থাৎ সপ্তাহান্তে ফের কমবে শীতের আমেজ। আজ আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল থেকে দু’দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। যদিও বৃষ্টি হবে না কোথাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৪-৫দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার প্রভাব রয়েছে। মূলত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশায় অধিক দাপট রয়েছে। বাকি জেলাগুলিতেও সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা কুয়াশা থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা বাড়বে উইকেন্ডে। রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনাও। মঙ্গলবার নাগাদ দার্জিলিং-এ তুষারপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হবে না।