বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি পুরনিগমের ২৩ নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “নব আনন্দে জাগো ২০২৫”-এর শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। আজ তিনি ওয়ার্ড উৎসবের সূচনা করে জানালেন ২৩ নম্বর ওয়ার্ড মানে কৃষ্ণ পাল।
ওর কথা ও স্মৃতি এই ওয়ার্ডের দরজায় দরজায় স্মরণীয় হয়ে আছে। মানুষ ওকে ভালোবাসতো, এবং ওর ওয়ার্ড উৎসবে ধরন ই ছিল আলাদা। আমি এই ওয়ার্ডের মানুষকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই, যাতে মানুষ নিজেদের এই উৎসবের সাথে মিলিয়ে নিতে পারে। আমি একটা কথাই বলবো, সবাই ওয়ার্ড উৎসব দেখতে মাঠে আসুন। সবাই যদি আমরা একসাথে একযোগে ওয়ার্ড উৎসব দেখি মেতে উঠি , তবেই কিন্তু এই উৎসব সফল হবে বলে মনে হয় আমার। সবাই মাঠে আসুন, উপভোগ করুন । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব।