বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বর্তমান জগতে আধুনিক যুগ, পরিচয় হয়ে গেছে মোবাইল, কার কত দামি মোবাইল, কে কিভাবে তা ব্যবহার করে এটাই যেন তার কাছে পরিচয় হয়ে গেছে। এখনকার ছোটদের কথাই ধরা যাক,খেতে বসতে উঠে যেতে সব সময় আমাদের দরকার মোবাইল।

কোনটা বড় ঘন্টা চলে যাচ্ছে ভিডিও গেম খেলতে, ঘন্টা পর ঘন্টা দাবা খেলবে তারা, বর্তমান শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তো এইভাবে নেশার মতো আস্তে পৃষ্টে জড়িয়ে ধরেছে তাদের মোবাইল। তারা বুঝে গেছে মানুষের কাছে মোবাইল অপরিহার্য। মানুষের দরকার এখন ছোটদের ও দরকার। স্কুলে তো আবশ্যিক হতে চলেছে মোবাইল, বিভিন্নভাবে বিভিন্ন কাজে, স্কুলের এখন প্রতিটি ক্লাসেই আবশ্যিক হয়ে গেছে মোবাইল। হোম ওয়ার্ক কিভাবে করতে হবে তার জন্য দরকার মোবাইল। তবে সব সময় যদি মোবাইল ব্যবহার করি তবে তার খারাপ দিকটাই বেরিয়ে আসবে। আজকে ছেলে কিংবা মেয়ে শিশু হোক বা কিশোর মোবাইল লাগবেই তার। বর্তমান যুগে, আগামী দিনের কথা তাকিয়ে আমাদের মোবাইল ব্যবহার করা কিন্তু তার সীমা বজায় রাখা। আমাদের সবাইকে মনে রাখতে হবে জীবন সবার আগে, এমন ভাবে জড়িয়ে রেখে আমরা কিছুই করার নেই মোবাইল আমাদের রাখতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *