বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাঙালির সেরা খেলা ফুটবল। সেই ফুটবলে আবার ভারত সেরা হয়েছে বাংলাদেশ – এ আনন্দ রাখার জায়গা নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাকে সন্তোষ জেতানো রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠ, চাকু মান্ডিরা।

 

ট্রফিও নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রফির সঙ্গে ছবি তোলেন মমতা, কোচ এবং ফুটবলারেরা। রবিদের হাতে সরকারের তরফে ব্লেজার তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোচ, ফুটবলার ছাড়াও সাপোর্ট স্টাফদের সকলকে ব্লেজার দেওয়া হয়। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে বিজয়ী দলকে ৫০ লক্ষ টাকা উপহার হিসাবে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সকলেই আপ্লুত। দীর্ঘ আট বছর পর সন্তোষ ট্রফি ফিরেছে বাংলায়। সব মিলিয়ে ৩৩ বার ভারতসেরা বাংলা। সন্তোষ ট্রফি ফাইনালের আগে বাংলা টিমের ফুটবলার, কোচ সকলকে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকলের সঙ্গে হাসি মুখে দেখা করেন মুখ্যমন্ত্রী। সকলকে অভিনন্দন জানা। তিনি আশা প্রকাশ করেন, বাংলার ফুটবল আরো অনেক এগিয়ে যাবে। তিনি বলেন, “এই ছেলেরাই যদি আরও ভালো ট্রেনিং পায়, পরিকাঠামো দেওয়া যায়, ওরা এগিয়ে যেতে পারবে। আমি বিশ্বাস করি, ওরা একদিন বিশ্বকাপ খেলারও যোগ্য হয়ে উঠতে পারে। ওদের এনার্জি আছে, সাহসী, দায়িত্বশীল। অরূপকে বলব, যাঁরা বাংলার জন্য এই সম্মান নিয়ে এসেছে। ক্রীড়া বিভাগে ওদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। চাকরিটা কিন্তু এমন হতে হবে, খেলাটাই ওদের প্রধান কাজ। ওদের জন্য স্পেশাল পারমিশন থাকুক। ওরা খেলবে, সঙ্গে চাকরি করবে। এটা শুধু ট্রফি নয়, বাংলার গর্ব, দেশের গর্ব।’’ প্রায় ৮ বছর আগে শেষবার শঙ্কর রায়, মনবীর সিংদের বাংলা দল সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল মৃদুল বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে। এরপর থেকে আর বাংলায় ট্রফি আসেনি। ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে দুবার বাংলা কেরলের কাছে ফাইনালে হেরেছিল। কিন্তু এবার সেই কেরলকে হারিয়েই মধুর প্রতিশোধ নিয়েছে সঞ্জয় সেনের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *