বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার পুরনো ফর্মে দার্জিলিং চা এবার যাচ্ছে ইউরোপেও। মাঝে কিছুদিন জনপ্রিয়তা কমে গিয়েছিল , কিন্তু বর্তমানে আবার পুরনো ফর্মে দার্জিলিং চা। আর সেটা হয়েছে বহিরাগত পর্যটকদের জন্য। বিশেষ করে ইউরোপে দার্জিলিং চা প্রচন্ডভাবে বিখ্যাত হয়ে গেছে।
নভেম্বর ডিসেম্বরে প্রচুর বিদেশী পর্যটক এবার দার্জিলিং এবং সিকিমে বেড়াতে এসেছিলেন তাদের মধ্য অধিকাংশ পর্যটকই ইউরোপের। তারা দার্জিলিং চা শুধু খাওয়া বা পছন্দ করেন নি সেটুকু নয়, একেবারে প্যাকেটের পর প্যাকেট করে নিয়ে যাচ্ছেন নিজেদের দেশে। তারা জানিয়েছেন এবার দার্জিলিং চার গন্ধ সত্যিই অসাধারণ, এবং চা পাতার স্বাদও আলাদা। ইউরোপের অস্ট্রিয়া, ইংল্যান্ড এবং জার্মানিতে দার্জিলিং চায়ের প্রচণ্ড কদর আছে। মানুষ পছন্দ করেন, চা খেতে আর তা যদি দার্জিলিং চা হয় তবে তো কথাই নেই। দার্জিলিং এর এক চা ব্যবসায়ী জানিয়েছেন, যেভাবে এই বছর দার্জিলিং চা বিক্রি হলো , আগামী দিনে আমরা আরো বড় করে দার্জিলিং চা-পাতা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। গত ৪-৫ বছর ধরে নেপালের চা, বিক্রি হচ্ছিল পর্যটকদের কাছে, পিছে না পড়লেও কদর কম ছিল দার্জিলিং চা, কিন্তু এবার সব রেকর্ড ছাড়িয়ে গেল দার্জিলিংয়ের চা পাতা। রেকর্ড বিক্রি করে আবার নিজে স্বমহিমায় ফিরে আসলো। যেটা হয়তো আগামী দিনে পর্যটন ব্যবসাকে নতুন আলো যোগাবে।