বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এদিকে চট্টগ্রামের জেলে অসুস্থ সন্ন্যাসী চিন্ময় মহারাজ। তিনি মাসাধিক কাল ধরে বিনা বিচারে আটক। তাঁর হয়ে ২ তারিখ আদালতে পিটিশন জমা দেবার কথা আইনজীবী রবীন্দ্র ঘোষের।

 

 

 

আর এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে তিনি ভর্তি হলেন SSKM হসপিটালে। কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে এসেছেন বছর অষ্টআশির রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে ছেলের বাড়িতে উঠেছেন। চিন্ময় দাসের জামিনের আবেদনের শুনানির জন্য ২ জানুয়ারির আগেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন প্রবীণ এই আইনজীবী। এখন দেখার তিনি আগামীকাল চট্টগ্রামে যেতে পারেন কিনা!

এই মুহূর্তে তিনি আছেন বারাকপুরে ছেলের বাড়িতে। বহু মানুষের সঙ্গে তাঁর কথা হয়। এদিন বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। দীর্ঘক্ষণ প্রবীণ আইনজীবীর সঙ্গে বৈঠক হয় তৃণমূল নেতার। বৈঠকের পর কুণাল ঘোষ বলেছিলেন, “বাংলাদেশের বিষয় কেন্দ্রের ব্যাপার। রাজ্যের কিছুই করার নেই। তবে রাজ্য সাহায্য করতে রাজি আছে। বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে এসেছি।” আবার রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “রবীন্দ্র ঘোষ বলেছিলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য কুণাল ঘোষকে অনুরোধ করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করতাম।” আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা চাইছি তিনি ২তারিখ চট্টগ্রাম আদালতে সশরীরে উপস্থিত হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *