বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিছুটা শীতকে সাক্ষী রেখে বিদায় নিলো ২০২৪। আজ থেকে পথ চলা শুরু ২০২৫ সালের। গতকাল রাতেই সমস্ত দেশবাসী উৎসবের মেজাজে বারণ করে নিতেছেন নতুন বছরকে।

 

এই নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং কামনা করেছেন যে ২০২৫ সকলের জন্য নতুন সুযোগ, সাফল্য এবং অফুরন্ত আনন্দ নিয়ে আসুক। মোদী নিজের এক্স হ্যান্ডেলে এদিন লেখেন, “এই বছর সকলের জন্য নতুন সুযোগ, সাফল্য এবং সীমাহীন আনন্দ বয়ে আনুক। প্রত্যেককে ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আশীর্বাদ করুক”। তিনি বিশ্বাস করেন, নতুন বছর ভারতবাসীর কাছে নিয়ে আসবে অনেক শুভ বার্তা।

অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লিখেছেন, “সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই! ২০২৫ সাল সবার জন্য আনন্দ, সম্প্রীতি এবং সমৃদ্ধি বয়ে আনুক! এই উপলক্ষে, আসুন আমরা ভারতের জন্য একটি উজ্জ্বল, আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যত তৈরির জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি৷ বিশ্বের দরবারে ভারতকে আরও একটু ফুটিয়ে তুলি”। দেশবাসী ২০২৫ সালকে বিভিন্ন উদযাপনের সাথে স্বাগত জানিয়েছে। কেউ কেউ মন্দিরে প্রার্থনা এবং নৈবেদ্য দিয়ে নতুন বছরে প্রবেশ করেছে। দেশের বিভিন্ন স্থানেই দেখা যাচ্ছে যে নতুন বছরের প্রথম দিনে প্রার্থনা করার জন্য সারা দেশ জুড়ে মানুষ মন্দিরে মন্দিরে ভিড় জমিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *