বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বছরের শেষ দিন। কিন্তু সেভাবে শীতের অনুভূতি পেলোই না দক্ষিণবঙ্গের মানুষ।
নিম্নচাপ আর পশ্চিমি ঝঞ্ঝায় এবার শীতের দফারফা হয়ে গিয়েছে। ডিসেম্বর কেটে গেলেও শীতের দেখা মেলেনি।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরে তাপমাত্রা কিছুটা কমবে। বাঙালি একদম হতাশ হবে না। ১ জানুয়ারি থেকে ঠাণ্ডার অনুভূতি পাবেন। পারদ পতনের সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে। বড়দিনে তো দূর, বর্ষশেষের রাতেও যে ঠাণ্ডা সেভাবে পড়ছে না, তা জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে নতুন বছরে সেই অপেক্ষা শেষ হবে। জানুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, তবে প্রবল শীতের কোনও সম্ভাবনা এখনও নেই। বড়জোর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের একটা আমেজ তৈরি হতে পারে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অর্থাৎ বছরের শেষ দিনেও বাড়ল না ঠান্ডা! নিম্নচাপ আর পশ্চিমি ঝঞ্ঝায় এবার শীতের দফারফা হয়ে গিয়েছে। আজ দক্ষিণ বঙ্গের বিভিন্ন প্রান্তে পিকনিক পার্টিরা সেভাবে আনন্দ করতে পারবে না।
অন্যদিকে উত্তরবঙ্গে দুই পাহাড়ি জেলা – দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়।