বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কুনাল ঘোষ দলের মুখপাত্র ও প্রথম শ্রেণীর নেতা। কোনো ঘটনা ঘটলে বাতাসের থেকেও দ্রুত তিনি প্রতিক্রিয়া দেন। সেইসব প্রতিক্রিয়ার কারণে কখনো তাকে মুখপাত্রের পদ থেকে তৃণমূল সরিয়ে দেয়, আবার কখনো তাকে গ্রহণ করে। এই মুহূর্তে কুনাল ঘোষ তৃণমূলের একজন অন্যতম মুখপাত্র।
তৃণমূল আয়োজিত এক অনুষ্ঠানে কুনাল ঘোষ আর জি কর কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের হুঁশিয়ারি দেন। আর সেই প্রতিক্রিয়া শুনে তার উত্তরে বিদীপ্তা চক্রবর্তী বলেন ‘কথাটা শুনেই মাথা গরম হয়ে গেল। উনি তো দল আর সরকারের মাঝে সব গুলিয়ে ফেলছেন। তৃণমূল একটা দল। সরকার আলাদা বিষয়।’ এর পরেই তিনি যোগ করেন -”তৃণমূলের কোনও কিছুতে আমি থাকিনি আর থাকবও না। কিন্তু সরকার থেকে আমায় নেমতন্ন করা হলে সেখানে আমি যেতে বাধ্য। উনি গুলিয়ে ফেলেছেন। রাজ্য সরকার আলাদা বিষয়। আমি বিজেপি বিরোধী হতে পারি। কিন্তু সরকারের তরফে যদি কোনও কিছুতে আমায় আমন্ত্রণ জানানো হয় তাহলে আমি যেতে বাধ্য সেখানে। কলকাতা ফিল্মফেস্টিভ্যাল আমি গিয়েছিলাম। সেটা কি তৃণমূল করেছে বলে গিয়েছিলাম। সরকার থেকে আয়োজন করা হয়েছিল বলে গিয়েছিলাম। এই বোকা কথাগুলোর কোনও যুক্তিই আমি খুঁজে পাই না। কুণাল ঘোষ নামটা বলতে গেলে যে কয়েকটা শব্দ খরচ করতে হয় সেটাও আমি করতে চাই না।” আরজি কর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে ‘নাটক’ করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এই সকল শিল্পীদের যেন দেখা না যায় হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল। কুনাল ঘোষের এই কথায় তৃণমূলপন্থী শিল্পীরাও কিন্তু যথেষ্ট ক্ষুন্ন।