বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসছে , ২০২৫ আর আজকে শেষ দিন ২০২৪ এর। তাই গোটা দেশের মতো শহর শিলিগুড়িতেও শুরু হয়েছে নাকা চেকিং। শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা, হিলকার্ড রোড , সেবক রোড এবং বর্ধমান রোডে গত তিনদিন ধরে পুলিশের নাকা চেকিং চলছে।
দ্রুত যানবাহন চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিভিন্ন সময়ে যেভাবে যানবাহন যায় তাতে দুর্ঘটনার প্রচন্ড সম্ভাবনা থেকে যাচ্ছে। পুলিশ জানিয়েছে সবচাইতে বেশি সমস্যা দেখা দিয়েছে পথচারীদের নিয়ে। তারা ঠিকভাবে চলছেন অথচ দুর্ঘটনার কপালে পড়ে যাচ্ছেন। এটাই চিন্তা বাড়িয়েছে পুলিশের। পথচারীদেরও এই নিয়ে খুব প্রচন্ড, পথচারী এবং সাইকেল আরোহীরা যাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা পান এটাও দেখছে পুলিশ। গত দুদিন পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রচন্ডভাবে জোরদার করা হয়েছে। নতুন বছরের শুরুতে এবং পুরানো বছরের শেষে যাতে কোন দুর্ঘটনার কবলে কেউ না পড়েন সেটাও দেখছে পুলিশ। আজকে ৩১ শে ডিসেম্বর উপলক্ষে শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে। শুধু মুখ্য রাস্তা গুলি নয়, পাড়া রাস্তা ও আজকে রাত্রে থাকবে পুলিশ। যাতে কাউকে কোন সমস্যার মধ্যে পড়তে না হয়। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখে পড়লে মোটা জরিমানার অংক ধার্য করবে পুলিশ।