বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই বিশাল সমুদ্রের সামান্য খবর মানুষ এখন পর্যন্ত জানতে পেরেছে। সমুদ্রের বহু তথ্য সমুদ্র বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। সম্প্রতি নেদারল্যান্ডের সমুদ্র সৈকতে এমনি এক অজানা সামুদ্রিক জীবের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা।

 

বিশ্ব বিখ্যাত ‘ফক্স ওয়েদার’ পত্রিকায় তিনি বিষয়টি প্রকাশ করেন। ‘ফক্স ওয়েদার’-এর প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রবিজ্ঞানী জ্যাকো হ্যাভারম্যান্স গত মাসে সৈকতে হাঁটার সময় আজব একটি মাছকে দেখতে পান। ফক্স ওয়েদার’-এর প্রতিবেদন অনুযায়ী, ৪০ কোটি বছর আগে ‘অগ্নাথা’ নামে মেরুদণ্ডী প্রাণীর বংশধর এই রক্তচোষা মাছ। সেই সময় মাছের দু’টি চোয়ালেই ধারালো দাঁত থাকত। ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোরস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, সামুদ্রিক ল্যাম্প্রে এর ধরনের পরজীবী মাছ। উত্তর এবং পশ্চিম অতলান্তিক মহাসাগরে এদের দেখা মেলে। রক্তচোষা এই মাছগুলি ইলের মতো দেখতে।

জ্যাকো হ্যাভারম্যান্স বলেছেন,কদাকার সেই মাছের দৈর্ঘ্য ছিল প্রায় ৩ ফুট। হাঙরের মতো সারি সারি ধারালো দাঁত রয়েছে এই বিরল প্রজাতির রক্তচোষা মাছের। বছর ছয়েক আগে আমস্টারডমের ১০৪ কিমি উত্তরে এই মাছের সন্ধান পাওয়া গিয়েছিল। আবারও হদিস পাওয়া গেল তার। অনেক সময় এদংর ইল বলে ভুল করা হয়। এরা সাধারণত মাছের উপর হামলা করে রক্ত চুষে নেয়। অন্য মাছের দেহে নিজের জিভ আটকে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *