বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে দক্ষিনি ঝঞ্ঝা সঞ্চিত হওয়ার পরেই প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢোকার পরেই গত বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে শীত এক অর্থে উধাও হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কনকনে ঠান্ডা উধাও হয়েছে। এদিকে বছর শেষে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। কোন কোন জেলা ভিজবে? রইল আবহাওয়ার সম্পূর্ণ খবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। তবে আগামীকাল থেকে নামবে পারদ। সোমবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে আগামী কয়েক দিনে। নতুন বছরের শুরুতে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দক্ষিণের আর বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তাপমাত্রা অনেকটা কমতে পারে।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। ২৯ ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই কম-বেশি কুয়াশার দাপট থাকবে। ৩০ এবং ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।