বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর ইউনুসকে সময় দিতে রাজি নয় বিএনপি। অন্যদিকে ক্ষমতা হাত ছাড়া করতে রাজি না মহম্মদ ইউনুস। ক্ষমতার লোভ অনেকটা বাঘের মাংসের স্বাদ পাওয়ার মতো।

 

ফলে যে বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় বসলেন ইউনুস, সেই বিএনপি এবার দ্রুত ভোটের দাবি করছে। অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, সাফ জানিয়েছিল খালেদা জিয়ার দল। শনিবার বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না।” অথচ এর আগে ইউনুস বলেছিলেন, ২০২৬ প্রথম দিকে ভোট হবে। স্বাভাবিক কারণেই তীব্র ক্ষোভ তৈরী হয়েছে বিএনপি ও পাকিস্তানপন্থী মৌলবাদীদের।

বক্তৃব্যে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার আমলে দেশে কোনো গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনবে। অথচ দেশে কোনো নির্বাচনের কথা শোনা যাচ্ছে না।
শনিবার, ২৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি বলেন,ইউনূস সরকার যে সংস্কারের কথা বলেছেন, সে প্রসঙ্গ টেনেই মির্জা ফখরুল বলেন, “সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনও ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনও আপত্তি নেই। কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে, যদি নির্বাচিত সরকার থাকে।” তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি। আর জুলাই বিপ্লবে স্বত্বঃফূর্তভাবে অংশ নিয়েছে দল। আওয়ামি লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে।” তিনি যোগ করেন, তাদের সরকার সেই ফ্যাসিবাদকে সমূলে ধ্বংস করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *