বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সবকিছু যদি ঠিকঠাক চলে, তবে আবার দার্জিলিং থেকেই ছাড়বে দার্জিলিং মেল। রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আবার পুরনো ঠিকানা থেকেই ছাড়বে দার্জিলিং মেল, হলদিবাড়ি হয়তো আশাহত হবে , তবে এ নিয়ে আমাদের কিছু করণীয় নেই। জানালেন রেল দপ্তরের এক ভারপ্রাপ্ত আধিকারিক।

 

তিনি আরো জানিয়েছেন এই ট্রেন ১৪৬ বছরের পুরনো ট্রেন, একটা ঐতিহ্য নিয়ে চলে এই ট্রেন । কাজে এই ট্রেনের সম্মান আমাদের সাথে জড়িত। আমরা চাই দার্জিলিং মেলের জনপ্রিয়তা যেমন এখনো একই আছে, সেটাই থাকুক। এনজিপি থেকে হাওড়া বা শেয়ালদা এখন বহু ট্রেন চলাচল করে , সেরা কিন্তু দার্জিলিং মেলই, এটা রেল ভালোভাবেই বোঝে। তাই আমরা চাচ্ছি এনজিপি থেকেই ছাড়ুক দার্জিলিং মেল। এতে যেমন রেলের বেশ কিছু সুবিধা হবে, এমনি জনপ্রিয় তাও একই থাকবে। আমাদের আসল উদ্দেশ্য তো এটাই। কিভাবে দার্জিলিং মেলার জনপ্রিয়তাকে একই জায়গায় রেখে দেওয়া যায়। আমাদের দরকার দার্জিলিং মেলকে সুরক্ষিত রাখা। এটা যদি আমরা করতে পারি তবে বুঝবো আমরা অনেক করেছি। কারণ এখন বহু ট্রেন চলছে, রেললাইনের মেরামতি কাজ চলছে, তাই আমরা চাচ্ছি দার্জিলিং মেল যেন তার পুরনো জায়গা থেকেই ছাড়ে। এতে সবার সুবিধা। আমাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ সম্মান, আলুয়াবাড়ির পর থেকে বিভিন্ন রুটে ট্রেন বদল হয়ে যায়, দার্জিলিং মেল যদি নির্দিষ্ট জায়গা থেকে ছাড়ে তবে মানুষেরও সুবিধা। বিশেষ করে পর্যটকদের, কারণ তারা অন্য ট্রেনকে না চিনলেও দার্জিলিং মেলকে ঠিক চেনেন। তাই রেলের এই ঘোষণায় আমরা যথেষ্ট আনন্দিত। তবে কবে থেকে শুরু হবে এই পথ চলা, সেটা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *