বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘দাদাগিরি’ শব্দটাকে এখন সার্থক রূপ দিচ্ছে একদিকে ইসরাইল ও অন্যদিকে রাশিয়া। বিশ্ব জুড়ে পালিত হচ্ছে শান্তির উৎসব ‘বড়দিন’।

 

আর ঠিক সেই দিনই রাশিয়ার আক্রমনে প্রাণ হারাতে হলো ইউক্রেনের বহু মানুষকে। উৎসবের দিনেও নিস্তার নেই রাশিয়ার হাত থেকে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে ভয়ংকর হামলা চালিয়েছে রুশ ফৌজ! আঘাত হানা হয়েছে একাধিক বিদ্যুৎকেন্দ্রেও। এই হামলায় বহু মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। বড়দিনেও রক্তাক্ত ইউক্রেনের একাধিক শহর। এদিন সব মিলিয়ে প্রায় ৭০টি মিসাইল ও শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে কার্যত ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ ফৌজ। আক্রমণের হাত থেকে বাদ যায়নি প্রেসিডেন্ট জেলেনস্কির শহর ক্রিভি রিহ। সেখানেও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শান্তির দূত মহামানব যীশুর বাণী নিয়ে যখন সারা পৃথিবী শান্তির বার্তা দিচ্ছে, ঠিক তখন রাশিয়ার এই আগ্রাসী বিশ্ব ভালো চোখে দেখছে না। এদিন এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। ক্ষোভ উগরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সময় ও তারিখ দেখে রাশিয়া বড় বড় হামলা চালায়। আজ পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য ক্রিসমাসকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক-সহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যার মধ্যে ৫০টিকে আমরা আকাশেই ধ্বংস করে দিয়েছি। ইউক্রেনে অন্ধকারে ডুবিয়ে রাখার জন্য বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে।’ এদিকে, রাশিয়ার হামলার কড়া নিন্দা জানিয়ে ইউক্রেনের হিউম্যান রাইটস অম্বুডসম্যান দিমিত্রো লুবিনেট টেলিগ্রামে লেখেন, ‘যখন বিশ্বের অন্যান্য দেশ ক্রিসমাস উদযাপন করছে তখন ইউক্রেনীয়রা অবিরাম রুশ হামলার শিকার হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *